হর্টিকালচার সেন্টার, নাওজোড় গাজীপুর সিটি করর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের ঢাকা-টাঙ্গাইল রোডে নাওজোড় নামক স্থানে অবস্থিত। এই সেন্টারের জমির পরিমান ৩.০৪ একর। জানামতে সেন্টারটি ১৯৭৮ সালে সিডিসি (সার্ডি) নামে প্রতিষ্ঠিত হয় । পরবর্তিতে হর্টিকালচার নার্সারী হিসাবে ১৯৯০ সাল হতে পরিচালিত হয়ে আসছে। নার্সারীর অর্ধেক জমি নিচুহওয়ায় সেখানে বর্ষাকালে ২ থেকে ৩ ফুট পানি জমে থাকে। কিছু অংশ উচুঁ থাকায় সেখানে নার্সারী কার্যক্রম চলছে। নার্সারীটি সম্বাবনাময় হওয়ায় উন্নয়ন প্রকল্পের আওতায় এনে যদি সার্বিক উন্নয়ন করা যায় তাহলে এটা হতে পারে আদর্শ নার্সারী, যা অত্র গাজীপুর সিটি কর্পোরেশনসহ এলাকার জনস্বার্থে সার্বিক ভূমিকা রাখতে পারে।
ইহা একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে ফলজ, বনজ, ঔষধী, শোভাবর্ধন ও শাকসবজীর চারা/কলম উৎপাদনপূর্বক সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে জনসাধারনের মধ্যে বিতরনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি সরকারী ব্যায়ে পরিচালিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস